Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Sat June 19 2021 ,

  • Techno Haat Free Domain Offer

জেল জরিমানায় দন্ডিত হতে পারেন আশরাফুল

Published:2013-06-06 15:54:47    

স্পোর্টস ডেস্ক: আশরাফুলের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হলে ফৌজদারি আইনে ৭ থেকে ১০ বছরের জেল হতে পারে জানিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার হাসান আজিম। এদিকে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অপরাধ নিজের মুখে স্বীকার করে নেওয়ায় আশরাফুলকে পাঁচ বছর থেকে আজীবন নিষিদ্ধ করতে পারে বিসিবি।

বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

তবে যাদের চাপে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন আশরাফুল, প্রতারণা আইনের ধারায় তাদেরও সমান শাস্তি পেতে হবে।

স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণার অপরাধে ২০১১ সালের নভেম্বরে সালমান বাটকে আড়াই বছর, আসিফকে এক বছর ও আমিরকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন সাউথওয়ার্ক ক্রাউন আদালত। ঘটনাটি ইংল্যান্ডে ঘটেছিল ও দেশের প্রচলিত আইনে এ ধরনের কাজ ফৌজদারি অপরাধ বলে গণ্য। সেটাই ছিল ক্রিকেটে দুর্নীতির কারণে আন্তর্জাতিক ক্রিকেটারদের কারাভোগের প্রথম ঘটনা।

বাংলাদেশের প্রচলিত ফৌজদারি আইনেও প্রতারণার অভিযোগে বিভিন্ন মেয়াদে জেল হতে পারে আশরাফুলের। এ ঘটনায় তদন্ত করতে পারে দুদকও। তবে ক্রিকেটাররা যেহেতু বয়সে নবীন। তাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে যদি কেউ চাপে ফেলে এ অপরাধ  ঘটায়, প্রচলিত আইনে সমান শাস্তি পাবে তারা।

বাংলাসংবাদ২৪/এসডি/এসএইচএস

আরও সংবাদ